বাংলা হান্ট ডেস্কঃ
ইউটিউবকে ১৭ কোটি মার্কিন ডলার জরিমানা করলেন যুক্তরাষ্ট্র সরকার।ইউটিউবের বিরুদ্ধে বাবা-মায়ের সম্মতি ছাড়াই ১৩ বছরের কম
বয়সী শিশুদের ডেটা সংগ্রহের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যা ১৯৯৮ চিলড্রেন’স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট অমান্য করছে।
ইউটিউব কিডস নামের ভিন্ন একটি অ্যাপে নিয়মিতভাবে কনটেন্ট পর্যালোচনাও করে প্রতিষ্ঠানটি।এফটিসিকে গুগল জরিমানা দেবে ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা কোপপা মামলার ইতিহাসে সর্বোচ্চ। বাকি ৩.৪ কোটি ডলার দিতে হবে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যকে।





Made in India