কোণঠাসা হলেও মানলেন না ডেডলাইন, চাপের মুখে পড়ে অবশেষে বাংলাদেশে ভোট ঘোষণা ইউনূসের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভাঙলেন, তবু মচকালেন না মহম্মদ ইউনূস। বাংলাদেশে (Bangladesh) তদারকি সরকারের প্রধান হয়ে সেই যে ক্ষমতায় বসেছেন তারপর থেকে আর ভোটের নামোচ্চারণেরও বালাই নেই তাঁর। এদিকে এক বছরেরও কম সময়ে উন্নতির বদলে দেশকে আরো দুর্গতির দিকে ঠেলে দিয়েছেন ইউনূস। এমতাবস্থায় একদিকে যেমন তাঁর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে দেশজুড়ে, তেমনি আবার নির্বাচনের দাবি তুলে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। শেষমেষ চাপের মুখে পড়ে বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

বাংলাদেশে (Bangladesh) ভোটের দিনক্ষণ ঘোষণা মহম্মদ ইউনূসের

চলতি বছরের ডিসেম্বর মাসেই নির্বাচনের দাবি তুলেছিল বিএনপি। সেই দাবি অবশ্য মানেননি ইউনূস। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি ঘোষণা করেন ২০২৬ এর এপ্রিল মাসের প্রথমার্ধে যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে (Bangladesh)। নির্বাচন নিয়ে আলোচনা শুরু করার বার্তা দেওয়ার পাশাপাশি ইউনূস জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে রোডম্যাপ প্রদান করবে নির্বাচন কমিশন।

Yunus announced election update in Bangladesh

এবারে ভোটে থাকছে অতিরিক্ত গুরুত্ব: ইউনূস আরো বলেন, এটা নতুন বাংলাদেশ (Bangladesh) গঠনের নির্বাচন। সেটা মাথায় রেখেই যেন ভোটাররা ভোট দেন। পাশাপাশি অবাধ, নিরপেক্ষ নির্বাচন যাতে সম্পন্ন হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আবেদনও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ছাত্র অভ্যুত্থানের পর গুরুত্বের বিচারে এই ভোটকে ‘ঐতিহাসিক’ বলেও মন্তব্য করেছেন মহম্মদ ইউনূস।

আরো পড়ুন : ভারতীয় কূটনীতিতে বড় জয়, নিন্দুকদের মুখে ঝামা ঘষে জি-৭ এ আমন্ত্রিত নয়াদিল্লি, ঘোষণা প্রধানমন্ত্রীর

কী বললেন ইউনূস: দেশবাসীর উদ্দেশে তিনি বার্তা দেন, দেশের বাইরের কোনো শক্তির কাছে স্বার্থ বিকিয়ে না দিতে। পাশাপাশি তিনি এও বলেন, যে সরকারই ক্ষমতায় আসবে তারা যেন দুর্নীতি মুক্ত রাখে। দেশে (Bangladesh) যেন কোনো চাঁদাবাজি, সিন্ডিকেট রাজ না চলে, এমনটাই বার্তা দেন মহম্মদ ইউনূস।

আরও পড়ুন : অবৈধবাসীদের তাড়াতে গিয়ে নিজেরাই দেশছাড়া, কন্টেনারে মশার কামড় খেয়ে ‘নরক বাস’ মার্কিন আধিকারিকদের

এদিকে ইউনূসের ভোটের দিনক্ষণ ঘোষণার পরেও বাংলাদেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বর প্রশ্ন, আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? চলতি বছরের ডিসেম্বর মাসেই কেন হবে না নির্বাচন? উত্তরে অবশ্য ইউনূস বলেন, সব দলই নয়, শুধুমাত্র একটি দলই নির্বাচন চাইছে ডিসেম্বরে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।