বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানার হাঁসিতে তফসিলি জাতীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে দায়ের মামলায় হিসার পুলিশ ক্রিকেটার যুবরাজ সিংকে (Yuvraj Singh) গ্রেফতার করেছে। হাঁসি শহর থানায় যুবরাজ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।
যুবরাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি গতবছর ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার সঙ্গে লাইভ চ্যাটের সময় তফসিলি জাতীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। হাইকোর্টের নির্দেশের পর চণ্ডীগড় গিয়েছিলেন যুবরাজ সিং। চণ্ডীগড় থেকেই হিসার থানার পুলিশ যুবরাজ সিংকে গ্রেফতার করে।
রোহিত শর্মার সঙ্গে লাইভ চ্যাটে ভারতীয় দলের আরও এক খেলোয়াড় যুজবেন্দ্র চাহলকে একটি মন্তব্য করতে গিয়ে তিনি তফসিলিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। যদিও, মামলার এক বছর পর গ্রেফতার হলেও যুবরাজ সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে যান।





Made in India